আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই ৷৷ আগামী ২৩শে আগষ্ট রাজধানী আগরতলায়
র্যালি ও সমাবেশ করার অনুমতি চেয়ে আরক্ষা প্রশাসনের কাছে অনুমোদন চেয়েছিল আই পি এফ টি-র এন সি গোষ্ঠী। এই র্যা লি ও সমাবেশের আবেদন পাওয়ার পরই রাজ্য পুলিশ প্রশাসনে শুরু হয় দৌড়ঝাঁপ। একাধিকবার পর্যালোচনা সভাও করা হয় প্রশাসনের তরফে। শেষ পর্যন্ত ২৩শে আগষ্ট রাজধানীতে IPFT-র র্যা লি ও সমাবেশের অনুমোদন বাতিল করে দিয়েছে আরক্ষা প্রশাসন। মহকুমা পুলিশ আধিকারিকের মাধ্যমে চিঠি দিয়ে আই পি এফ টি দলের সভাপতি এন সি দেববর্মাকে জানিয়ে দেওয়া হয় যে স্বামী বিবেকানন্দ ময়দানে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন (টি এফ এ) আয়োজিত বি ডিভিশন ফুটবল লীগ চলছে। আগামী ২৩ আগষ্টও এই ময়দানে খেলা রয়েছে। ফলে সমাবেশ করার জন্য আই পি এফ টি’কে মাঠ দেওয়া যাবে না।
রাজধানীতে র্যা লি ও সমাবেশের অনুমোদন না পেয়ে শুক্রবার সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে আই পি এফ টি’র তরফে সাংবাদিক সন্মেলন করে এন সি দেববর্মা জানান, আগামী ৩০শে জুলাই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক হবে। সেই বৈঠকেই এ নিয়ে বিস্তারিত আলোচনা করার পর তারা পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করবেন। সেই সঙ্গে র্যা লি ও সমাবেশের অনুমোদন না দেওয়াতে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।