স্বচ্ছ ভারত পেকোডা অনুষ্ঠিত শান্তির বাজার মহকুমার তিনটি জায়গায়

svmবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৯ জুলাই ৷৷ শান্তির বাজার মহকুমা শাসকের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত পেকোডা। শান্তির বাজার মহকুমার তিনটি জায়গায় শনিবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকারের আদেশ অনুসারে এই স্বচ্ছভারত পেকোডা ১৬ জুলাই থেকে ৩১শে জুলাই এর মধ্যে করার জন্য বলা হয়েছে। তাই শনিবার এই অনুষ্ঠান বাইখোড়া থেকে শুরু হয়। এই সময়ের বাইখোড়া , শান্তির বাজার ও মনু বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করাহয়। বাইখোড়া অনুষ্ঠানে মহকুমা শাসক বিশ্বশ্রী বি , ডি সি এম সরূপ কুমার পাল ও বিধায়ক যশবীর ত্রিপুরা অংশগ্রহন করেন। তারা সকলে স্কুল ছাত্র ছাত্রীদের সাথে বাইখোড়া বাজার পরিষ্কারের কাজে হাত বারিয়ে দেন। অপরদিকে মনু বাজারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা দপ্তরের মন্ত্রী মনিন্দ্র রিয়াং ও বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার। এছারা দুটো অনুষ্ঠান এলাকার প্রতিনিধিগণ ও বিশিষ্ঠ সমাজসেবীরাও অংশ গ্রহন করেন। কারামন্ত্রী ঝাড়ু হাতে নিয়ে স্বচ্ছভারত পকোডা অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে কাজে লেগে পরেন। উনাকে এইধরনের কাজ করতে দেখে উৎসাহিত হয় এলাকার লোকজন। অনুষ্ঠান শেষে কারামন্ত্রীর হাত ধরে স্কুল ছাত্র ছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে অংশগ্রনকারী ছাত্র ছাত্রীদের মন্ত্রীর তরফে চকলেট প্রদান করেন। অনুষ্ঠানে বক্তব্যে মন্ত্রী জানান, এই ধরনের সামাজিক কাজে যেন সকলে এগিয়ে আসে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকলে আগামি দিনে সুস্থ ভাবে জীবন যাপন করা সম্ভব। তিনি সকলের কাছে অনুরোধ জানান, সকলে যেন নিজ এলাকা পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*