আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই ৷৷ মুখে কালো কাপড় বেঁধে গণঅবস্থানে সামিল হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। মধ্যপ্রদেশে ভারতের জাতীর জনক মহাত্মা গান্ধীর সমাধি স্থল ভেঙ্গে দেওয়ার অভিযোগে রবিবার আগরতলার কুঞ্জবন এলাকার সার্কিট হাউজস্থিত গান্ধী মূর্তির পাদদেশে ২ ঘন্টার মৌন গণঅবস্থান পালন করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং ছাত্র সংগঠন এন এস ইউ আই। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতা হরেকৃষ্ণ ভৌমিক বলেন, খাদির বিজ্ঞাপনে চরকা থেকে গান্ধীজীর ছবি সরিয়ে প্রধানমন্ত্রী মোদির ছবি বসিয়েছেন, এটা খুবই অবমাননাকর। এবার মধ্যপ্রদেশে বিজেপি সমর্থিত সরকার মহাত্মা গান্ধীর সমাধি স্থল ভেঙ্গে দিয়েছে। শ্রী ভৌমিক এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।