এবার আরক্ষা কর্মীর হাতে নিগ্রহ হলেন এক চিত্র সাংবাদিক, থানায় মামলা, নিন্দা জানালেন TPJA

অভিযুক্ত পুলিশ কর্মী চিত্ত দাস।

অভিযুক্ত পুলিশ কর্মী চিত্ত দাস।

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই ৷৷ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শারীরিক ভাবে নিগ্রহ হলেন বরিষ্ঠ চিত্র সাংবাদিক সুখেন শর্মা। রবিবার দুপুর ২টা ১০ মিনিট নাগাদ রাজধানীর সার্কিট হাউজস্থিত গান্ধী মূর্তির পাদদেশে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সদস্য তথা ত্রিপুরা অবজার্ভারের চিত্র সাংবাদিক সুখেন শর্মা কে শারীরিক ভাবে নিগ্রহ এবং অশ্রাব্য বাক্যে গালাগাল করে চিত্ত দাস নামে মদমত্ত এক পুলিশ কর্মী। সরকারী পোষাক পরিধান করা এই পুলিশ কর্মী খাকি উর্দির প্রতাপ দেখিয়ে সুখেন শর্মা কে শারীরিক নিগ্রহ এবং সংবাদ সংগ্রহের কাজে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানায় ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন। সংশ্লিষ্ট ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং এই পুলিস কর্মীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়ে এন সি সি থানায় মামলা দায়ের করা হয়েছে। এই বিষয় নিয়ে সংগঠনের তরফে পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষির কাছেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*