জাতীয় ডেস্ক ৷৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যুনতম পরিমাণ টাকা রাখা বাধ্যতামূলক হয়েছে। এবার সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ০.৫ শতাংশ কমিয়ে দিল দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৪ শতাংশ থেকে কমে হল ৩.৫ শতাংশ। অ্যাকাউন্টে ১ কোটির বেশি টাকা থাকলে অবশ্য ৪ শতাংশ হারেই সুদ পাওয়া যাবে। সেভিংস অ্যাকাউন্টে এই দ্বিস্তরীয় সুদের হার আজ থেকেই কার্যকর হবে বলে ব্যাঙ্কের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে। এর আগে ২০০৩ থেকে ২০১১-র মে পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৩.৫ শতাংশ ছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঋণ নীতি ঘোষণার দুদিন আগে সেভিংস অ্যাকাউন্টে সুদের হারে ছাঁটাই করা হল। স্টেট ব্যাঙ্কের এই সিদ্ধান্তের প্রভাব অন্য ব্যাঙ্কগুলিতেও পড়তে পারে। অর্থাত্ অন্য ব্যাঙ্কগুলিতেও সেভিংস অ্যাকাউন্টে সুদের হার হার কমতে পারে। স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে বলা হয়েছে, গত নভেম্বর-ডিসেম্বরে নোট বাতিল পরবর্তী পর্বে সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টগুলিতে প্রচুর পরিমাণ নগদ জমা পড়েছে। সেই টাকাতেও সুদ যোগাতে হচ্ছে। স্টেট ব্যাঙ্ক বলেছে, মুদ্রাস্ফীতির হার অধোগতি ও ঋণ নীতিতে সুদের হার কমার সম্ভাবনার মতো বিষয়গুলির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।