বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩১ জুলাই ৷৷ অবশেষে মনপাথর আউটপোষ্টের ওসি রঞ্জীত দত্ত গোপন খবরের ভিত্তিতে মনপাথর বাজার থেকে তীর জুয়ার এজেন্টকে গ্রেপ্তার করল। শান্তির বাজার মহকুমার সর্বত্র চলছে তীর জুয়ার রমরমা ব্যাবসা। এর মধ্যে গোপন খবরের ভীত্তিতে সাফল্য অর্জন করলো মনপাথর আউটপোষ্টের ওসি রঞ্জীত দত্ত। গোপন খবরের ভিত্তীতে তিনজন তীরজুয়ার এজেন্টকে গ্রেপতার করল পুলিশ। তাদের কাছ থেকে ৯৪৮০ টাকা ও তীরের প্রয়োজনীয় নথী পত্র উদ্ধার করল। এই তিন জুয়ার এজেন্টদের নাম হলো গোরাঙ্গ দেবনাথ পিতা কুমোদ দেবনাথ, বিকাশ দেবনাথ পিতা কুমোদ দেবনাথ অপরজন বরুন চাকমা। জানাযায়, এই তিন জুয়ারী দীর্ঘদিন যাবৎ মনপাথর বাজারকে কুলশিত করে তুলছিল। অল্পতে বেশি পরিমানে টাকা পাবার প্রলোভনে সাধারন মানুষের পরিবার সর্বসান্ত হয়ে যাচ্ছে। অবশেষে পুলিশের এই ধরনের পদক্ষেপে বিশ্বাস জাগছে এলাকার লোকজনের মনে। মনপাথর এলাকার ওসি জানান এলাকার লোকজন সহযোগিতা করলে এই ধরনের তীর জুয়ার এজেন্টদের বিরুদ্ব কঠোরতম শাস্তি প্রদানের ব্যাবস্থা গ্রহন করা হবে। এই ধরনের অসামাজিক কাজ বন্ধ করতে বাজারের ব্যাবসায়ীদের নিয়ে মনপাথর আউটপোষ্টে এক আলোচনা সভায় বসে। ওসি সংবাদ মাধ্যমকে জানান আগামীদিনেও এই ধরনের অভিজান জারি থাকবে।