আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই ৷৷ বিজ্ঞানের যুগে জীবনের গতি দ্রুত থেকে দ্রুততর হচ্ছে – প্রত্যেকেই গতির সঙ্গে মানিয়ে নেয়ার প্রচেষ্টায় লিপ্ত। সাবেকী পদ্ধতির জায়গায় পরিবর্তন প্রায় প্রাত্যহিক হয়ে দাঁড়িয়েছে। সেই সূত্র ধরেই সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটিতে যুক্ত হল যুগের সঙ্গে তাল মিলিয়ে নব প্রযুক্তি। সোমবার বিকেলে মেলারমাঠস্থিত সি পি আই (এম) সদর কার্যালয়ে সি পি আই (এম) আহুত এক সাংবাদিক সন্মেলনে সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির অফিসিয়াল ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির http://cpimtripura.org/ এই অফিসিয়াল ওয়েবসাইট দলীয় তথ্য, প্রেস রিলিজ, বই, ছবি, ভিডিও সন্মূহের প্রচার ব্যবস্থাকে দ্রুত ও স্বচ্ছন্দ করে তুলবে। এদিনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন সি পি আই (এম) রাজ্য সম্পাদক বিজন ধর, সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাস, সাংসদ জিতেন্দ্র চৌধুরী প্রমুখ।