আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগষ্ট ৷৷ রাজ্যের বেসরকারি সামাজিক সংস্থা যুব বিকাশ কেন্দ্র এবং National Youth Project Tripura প্রতিনিয়ত যুবক এবং মহিলাদের উন্নয়ন এর জন্য কাজ করে চলছে। ভারত সরকার এর উত্তর-পূর্ব পরিষদের (NEC) সহযোগিতার Cane এবং Bemboo টেকনোলজি সেন্টারের দ্বারা আযোজিত ১৫ দিনের ধূপ কাঠি বানানোর প্রশিক্ষণ শিবির বুধবার থেকে গুয়াহাটিতে শুরু হতে যাচ্ছে। যুবা বিকাশ কেন্দ্র এবং National Youth Project এর তরফে লিসান মারাক, রাহুল সরকার, প্রসেঞ্জিত মন্ডল নামক তিন জনের তরুণ দলকে পাঠানো হযেছে। এর আগেও গত জুলাই মাসে ৪ থেকে ১০ তারিখ পর্যন্ত Bamboo Shoot Manufacturing প্রশিক্ষণে রাজ্য থেকে চার জনের এক মহিলা দল গিয়েছিল বলে সংবাদ জানান সংস্থার সভাপতি দেবাশীষ মজুমদার।