আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগষ্ট ৷৷ এক উপজাতি মহিলার অপহরণকে কেন্দ্র করে পশ্চিম জেলার অন্তর্গত বোজংনগরের আর কে নগর এলাকায় ধুমধুমার কান্ড ঘটে যায়। জানা যায়, সোমবার এক উপজাতি দাম্পতি রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে একদল দুষ্কৃতি স্বামীকে মারধর করে স্ত্রীকে উঠিয়ে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই বোজংনগর থানার পুলিশ এলাকায় তল্লাশি চালিয়ে জনৈক উপজাতি মহিলা মল্লিকা দেববর্মাকে খুজে পায়নি। অপহরণের খবর চাউর হতেই মঙ্গলবার সকালে এলাকার মানুষ সহ একটি উপজাতি রাজনৈতিক দলের সমর্থকরা বোজংনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এক সময় পরিস্থিথি এমন পর্যায়ে যায় যে বিক্ষোভকারিরা বোজংনগর থানা ভাঙচুর শুরু করে। খবর পেয়ে পশ্চিম জেলার ডি এম মিলিন্দ রামটেকে, এস পি ওয়েস্ট অভিজিৎ সপ্তর্ষি সহ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিথি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। ছারতে হয় কাঁদানো গ্যাসও। এর পর পশ্চিম জেলা শাসক এলাকায় ১৪৪ ধারা জারি করায় পরিস্থিথি নিয়ন্ত্রনে আসে। বোজংনগর এলাকায় প্রচুর আরক্ষা বাহিনী মোতায়েন করা হয়। রাখা হয় জল কামানও। এস পি ওয়েস্ট অভিজিৎ সপ্তর্ষি সাংবাদিকদের জানায়, আই পি এফ টি দলের সমর্থকরা একটি উপজাতি মহিলার অপহরণকে কেন্দ্র করে মঙ্গলবার এলাকায় ত্রাসের সঞ্চার তৈরি করে। তিনি জানান, ক্ষুদ্ধ ৩০০ থেকে ৪০০ সমর্থকরা লোহার রড সহ লাঠি নিয়ে এসে থানা ভাঙচুর শুরু করে। পুলিশ বার বার আই পি এফ টি-র নেতাদের অনুরোধ জানিয়েও উত্তেজনা কমাতে পারেনি। তারপর বাধ্য দিয়ে পুলিশ কাঁদানো গ্যাস ছুড়েছেন বলে জানান তিনি। ঘটনা ঘিরে এলাকায় ত্রাসের সঞ্চার হয়।