বিদেশি ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা দেশে ফেরানোই সরকারের প্রধান লক্ষ্য, ব্রিকসে বললেন মোদী

31226-modi-g-20-summit১৫ নভেম্বর, (জি নিউজ) ।। বিদেশি ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকা দেশে ফেরানোই সরকারের প্রধান লক্ষ্য। অস্ট্রেলিয়ায় ব্রিকসভুক্ত দেশগুলির শীর্ষ বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। G20 সম্মেলনের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোশেফের উদ্যোগে ব্রিকসভুক্ত দেশগুলির পৃথক বৈঠক হয়েছে। সেখানেই কালো টাকা ইস্যুতে সরকারের অবস্থান ফের একবার স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী। এছাড়া ব্রিকসভুক্ত দেশগুলির প্রস্তাবিত ব্যাঙ্কের কাজ দ্রুত শেষ করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, উন্নয়নের ঘোড়া ছোটাতে হলে আর্থিক দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়া জরুরি।
রাজনৈতিক চাপে পিছু না হঠে আর্থিক সংস্কার চালিয়ে যাবে তাঁর সরকার। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে G20 দেশগুলির শীর্ষ নেতাদের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। G20 শীর্ষ নেতাদের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টোনি অ্যাবট। সেখানেই মোদী বলেন, আর্থিক সংস্কারের পথে পা বাড়ালে বাধার মুখে পড়তে হবেই। কিন্তু, ব্যবস্থাপনার সরলীকরণ ও প্রশাসনিক উন্নয়ন চাইলে সংস্কার করতেই হবে।
ব্রিসব্রেনে জি টুয়েন্টি সম্মেলনের ফাঁকেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ক্যামেরন জানান, ভারতের সঙ্গে বৈদেশিক সম্পর্কের ভীত আরও সুদৃড় করতে চায় ব্রিটেন। আগামি দিনে সন্ত্রাসদমন অভিযানেও ভারতকে সহযোগিতার বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রিসব্রেনে জি টুয়েন্টি সম্মেলনের শেষে মোদীর পরবর্তী গন্তব্য সিডনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*