আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগষ্ট ৷৷ অবশেষে স্বাভাবিক অবস্থায় নিজ বাড়িতেই পাওয়া গেল সোমবার রাতে অপহরণ হয়ে যাওয়া জনৈক উপজাতি মহিলা মালতী দেবী ত্রিপুরা। এই উপজাতি মহিলার অপহরণকে কেন্দ্র করে মঙ্গলবার পশ্চিম জেলার অন্তর্গত বোজংনগর এলাকায় একটি উপজাতি রাজনৈতিক দলের সমর্থকরা বোজংনগর থানা ভাঙচুর সহ পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ, কাঁদানো গ্যাস প্রয়োগ করে অবশেষে এলাকায় ১৪৪ ধারা জারি করে। সারা দিন চলা এই সংঘর্ষের পরেই মঙ্গলবার বিকেলে ধলাই জেলার অন্তর্গত রইস্যাবাড়ী এলাকার নিজ বাড়ীতেই স্বাভাবিক অবস্থায় মালতী দেবী ত্রিপুরাকে পাওয়া যায়। পুলিশের ডি আই জি অরিন্দম নাথ জানান, জিজ্ঞাসাবাদে মালতী দেবী ত্রিপুরা জানিয়েছে তিনি সুস্থ্য ও স্বাভাবিক আছেন, তাকে কেউ অপহরণ করেনি।