আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ আগষ্ট ৷৷ রাজ্যের শুধু শান্তি, সম্প্রীতি রক্ষার ক্ষেত্রেই নয়, উন্নয়নমূলক ধারা যাতে ব্যাহত না হয় সেক্ষেত্রেও পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মঙ্গলবার নরসিংগরস্থিত কে টি ডি সিং পুলিশ প্রশিক্ষণ একাডেমীতে দ্বিতীয় ব্যাচ ক্যাডেট সাব ইনস্পেকটারদের পাসিং আউট প্যারেডের উদ্বোধন করে মূখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন। ক্যাডেট সাব ইনস্পেকটারদের কর্মক্ষেত্রে যোগদানের পর দায়িত্ব পালনের সময় তাদের মহিলাদের প্রতি বিশেষ সংবেদনশীল হওয়ার পরামর্শ দেন মূখ্যমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক হরিচরণ সরকার, মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন, রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এদিনের পাসিং আউট প্যারেডে ২২ জন মহিলা সহ মোট ৬৯ জন ক্যাডেট সাব ইনস্পেকটার অংশ গ্রহন করেন। এই ক্যাডেট সাব ইনস্পেকটারদের প্রশিক্ষণ শুরু হয়েছিল ২০১৬ সালের ১৮ জুলাই। অনুষ্ঠানে স্বাগত ভাষন রাখেন পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা। প্রশিক্ষণ চলাকালীন ইনডোর ও আউটডোর কার্যকলাপে এবং অলরাউন্ড প্রশিক্ষনে উৎকর্ষতা প্রদর্শনের জন্য সেরা পুরস্কার লাভ করেন ক্যাডেট সাব ইনস্পেকটার রঞ্জিত দাস, সহ্য ক্ষমতা ও সহনশীলতার জন্য জন্য সেরা পুরস্কার লাভ করেন রাকেশ দেবনাথ, ফায়ারিং-এ সেরা নির্বাচিত হন সুজিত সরকার এবং শৃঙ্খলা রক্ষার জন্য সেরা নির্বাচিত হন নবীন জমাতিয়া। তাদের হাতে পুরস্কার তুলে দেন মূখ্যমন্ত্রী মানিক সরকার।