বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ আগষ্ট ৷৷ সারা ভারত কৃষক সভার সভ্যপদ সংগ্রহ অভিযান শুরু হল ১লা আগষ্ট থেকে। এই সভ্যপদ গ্রহন অভিযান চলবে ৭ই আগষ্ট পর্যন্ত। গোটা রাজ্যের সাথে শান্তিরবাজার মহকুমার বগাফা ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজের পাড়ায় পাড়ায় কৃষক সভার মনু অঞ্চল কমিটির উদ্যোদে শুরু হয় সভ্যপদ সংগ্রহ অভিযান। এই অভিযানে উপস্থিত ছিলেন কৃষক সভার শান্তিরবাজার বিভাগীয় কমিটির সভাপতি দীপক রিয়াং, বিভাগীয় সদস্য দেবব্রত দত্ত, মায়ারানী দেবনাথ, সজল দেবনাথ প্রমুখ। দীপক রিয়াং জানান, কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে এবং ভর্তুকির মাধ্যমে সার, বীজ, ঔষধ প্রদান করতে কেন্দ্রীয় সরকারের প্রতি বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।