বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ আগষ্ট ৷৷ ত্রিপুরা বিধানসভার বিধায়ক যশবীর ত্রিপুরার হাত ধরে দেবদারু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ দ্বারোদঘাটন হল। রাজ্য সরকার গ্রাম পাহারে শিক্ষার মান উন্নয়নের জন্য বিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করেছে যার অঙ্গসরুপ বুধবার দেবাদারু উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের জন্য নতুন পাকাঘর নির্মান করে শুভ উদ্ভোদন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরার বিধানসভার বিধায়ক যশবীর ত্রিপুরা। এছারা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দয়াল গুহ, বিশেষ অতিথি প্রদীপ দেবর্বমা কার্যনির্বাহী বাস্তুকার গ্রাম উন্নয়ন দপ্তর শান্তির বাজার, সুভাস দত্ত বি ডি ও জোলাইবাড়ী আর ডি ব্লক, দিপালী নন্দী জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য সরকারের উন্নয়নের প্রগতিশীল ধারার কথা উল্লেখ করেন। বক্তারা সকলের কাছে আহব্বান করেন লেখা পড়ার প্রতি যেন সকলে বিশেষ গুরুত্ব দেয়।