আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগষ্ট ৷৷ প্রয়াত হলেন রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব। প্রাক্তন সাংসদ সন্তোষ মোহন দেবের প্রয়াণে মূখ্যমন্ত্রী মানিক সরকার তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এক শোক বার্তায় মূখ্যমন্ত্রী বলেন, পশ্চিম প্রয়াত সন্তোষ মোহন দেবের শোক-সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।