আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ আগষ্ট ৷৷ প্রত্যন্ত গ্রামাঞ্চলে চিকিৎসা সেবা নিশ্চিতে অন্যতম প্রতিবন্ধকতা পরিবহণ সংকট। এ কারণে চিকিৎসা কেন্দ্রে পৌঁছার আগে মৃত্যুর ঘটনাও ঘটে। এই সংকট দূর করতে প্রশাসনের উদ্যোগে চালু করা হচ্ছে স্বল্প ব্যয়ে মিনি এ্যাম্বুলেন্স সেবা। গ্রামীন এলাকার অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল এবং আনন্দবাজার হাসপাতালে চালু হল দুটি মিনি অ্যাম্বুলেন্স। যা পেয়ে উপকৃত হবেন ঐসব এলাকার মানুষ। স্বল্প ব্যয়ে ও সাধারণের হাতের নাগালে পাওয়া যাবে বলে সব মহলেরই প্রশংসা কুড়িয়ে নেবে এই মিনি অ্যাম্বুলেন্স সেবা বলাই বাহুল্য।