আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ আগষ্ট ৷৷ ফের স্বর্ণ পাচার করতে গিয়ে আগরতলা বিমানবন্দরে সি আই এস এফ-এর হাতে ধরা পড়ল তিন স্বর্ণ পাচারকারী বিমানযাত্রী। তিন পাচারকারীর মধ্যে দু’জন বাংলাদেশি এবং একজন আগরতলার। প্রায় ১ কেজি ওজনের আটক স্বর্ণের বাজার মূল্য হবে ৩০ লক্ষ টাকার মতো। বৃহস্পতিবার আগরতলা বিমানবন্দরে স্বর্ণ পাচার করতে গিয়ে সি আই এস এফ-এর হাতে ধরা পড়ে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার শাহ আলম ভূঁইয়া (৩৭) নামে এক ব্যাক্তি। তিনি কলকাতাগামী স্পাইস জেটের এন সি ২৭৭ বিমানে যাওয়ার জন্য আগরতলা বিমানবন্দরে আসলে স্বর্ণ পাচার করতে গিয়ে সি আই এস এফ-এর হাতে ধরা পড়ে। পরে সি আই এস এফ তাকে আটক করে স্বর্ণ সহ শুল্ক দপ্তরের হাতে তুলে দেয়। তার কাছে ৪০টি স্বর্ণের টুকরো পাওয়া যায়।