শিক্ষক বদলির প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলালো ছাত্র ছাত্রীরা

sclবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ আগষ্ট ৷৷ শান্তির বাজার মহকুমার অন্তরগত দক্ষিন তাকমা এডিসি ভিলেজের হেমতাবারি এস বি স্কুলে কর্মরত শিক্ষক সমর কান্তি দাসকে বদলির প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলালো ছাত্র ছাত্রীরা। তাদের দাবি এই শিক্ষককে বদলি করা চলবে না। এই আন্দোলন শুধু মাত্র ছাত্র ছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ নয় সঙ্গে রয়েছে অভিবাবকরাও। অভিবাকরা জানান, এই বিদ্যালয় থেকে এর আগেও তিনজন শিক্ষককে বদলি করা হয়েছে তার পরিবর্তে কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি। এখন এই শিক্ষকের বদলির অর্ডার এসেছে শুনে সকলে একসঙ্গে আন্দোলনে সামিল হলেন। অভিবাবদের দাবি শিক্ষকের পরিবর্তে নতুন শিক্ষক নিয়োগ করা হোক। তাদের আরো অভিযোগ বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একজন ১০,৩২৩ এর মধ্যে রয়েছে তিনি বিদ্যালয়ে সঠিক ভাবে আসেন না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত রিয়াং এর কাছে জানতে চাইলে তিনি জানান ঐ শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন আজ উনার ইন্টারভিউ থাকার কারনে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছে। তিনি জানান এই বিদ্যালয়ে ক্লাস ১ থেকে ৮ পর্যন্ত ২০৩ জন ছাত্র ছাত্রী রয়েছে আর শিক্ষকের সংখ্যা প্রধান শিক্ষক সহ ৭ জন। গ্রামবাসীরা জানান একজন প্রতিনিয়ত বিদ্যালয়ে আসেনা। এখন আরেকজনকে বদলি করলে বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা হয়ে দারাবে ৫ জন । এই ভাবে থাকলে বিদ্যালয়ের পঠন পাঠন লাঠে উঠবে এই কথা মাথায় রেখে সকলে আন্দোলনে সামিল হলেন। শিক্ষক বদলির কথা জানতে পেরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কান্নায় ভেঙ্গে পরে। এই এলাকার উন্নয়নের স্বার্থে বিদ্যালয়ের পঠন পাঠন উন্নয়নের জন্য প্রসাশন কেমন পদক্ষেপ গ্রহন করেন এই নিয়ে কৌতূহল এলাকাবাসী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*