সর্বশিক্ষা শিক্ষকদের আমরণ অনশন নিয়ে সাংবাদিক সন্মেলন বিজেপি’র

bjpআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ আগষ্ট ৷৷ নিয়মিত করার দাবীতে শনিবার পঞ্চম দিন অতিক্রান্ত করল সর্বশিক্ষা প্রকল্পে কর্মরত শিক্ষক কর্মচারীদের আমরণ অনশন আন্দোলন। আগরতলা ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় আমরণ অনশন আন্দোলনে আপাতত আসুস্থ্য হয়েছেন বেশ কয়েকজন। সরকার পক্ষ থেকে আমরণ অনশন আন্দোলন তুলে নিতে বললেও অনশণকারিরা তা নাকচ করে দেয়। শাসকদলের অভিযোগ এই আন্দোলনের পেছনে পেথন থেকে হাত রয়েছে বিজেপি’র। যদিও এই অভিযোগের তীব্র নিন্দা জানান ত্রিপুরা প্রদেশ বিজেপি। বিজেপি ভবনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে দলের কনভেনার ডাঃ অশোক সিনহা বলেন, বিজেপি কাউকেই মদত দিচ্ছে না। বিজেপি দাবী করছে রাজ্য সরকার যেন সকল স্তরের সরকারী কর্মচারীদেরি কেন্দ্রীয় হারে বেতন প্রদান করে। তিনি আরও জানান, রাজ্যে বিজেপি সরকার এলে সকল স্তরের সরকারী কর্মচারীদেরি কেন্দ্রীয় হারে বেতন দেওয়া হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*