বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৮ আগষ্ট ৷৷ শান্তির বাজার মহকুমায় ১৫ আগষ্টের প্যারেড প্রদর্শনীর প্রস্তুতি চলছে জোর কদমে। শান্তির বাজার দ্বাদশ শ্রেনী বিদ্যলয় মাঠে চলছে এই প্রস্তুতি পর্ব। প্রতিদিন সকাল বেলায় ২ ঘন্টা যাবৎ ধরে চলে এই প্রস্তুতি পর্ব। এই অনুষ্ঠানে ৬ টি দল অংশগ্রহন করছে বলে জানা যায় । মঙ্গলবার ৪ টি দল দিয়ে চলে প্যারেড প্রদর্শনী। আজকের অনুষ্ঠানটি পরিচালনার জন্য মাঠে ছুটে যান শান্তির বাজার মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা শাসক তথা বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার, ডিসিএম সরূপ কুমার পাল ও শান্তির বাজার থানার ওসি আশিস দেব। উনাদের উপস্থিতিতে আজকের দিনের প্রস্তুতি ছিল দেখার মত। বিডিও প্রদীপ সরকার সংবাদ মাধ্যমকে জানান, আগামী ১৪ আগষ্ট পর্যন্ত চলবে এই প্রস্তুতি পর্ব। ১৫ আগষ্ট সকাল বেলায় বিদ্যালয় মাঠে সকলের সামনে এই প্যারেড প্রদর্শন করা হবে।