আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগষ্ট ৷৷ বিনা ভোটেই রাজ্য বিধানসভাতে প্রধান বিরোধী দল হিসেবে স্থান করে নিল ভারতীয় জনতা পার্টি। রাজ্যে এই প্রথম ৬ জন বিজেপি বিধায়ক বিধানসভায় একসঙ্গে প্রবেশ করতে চলেছে। পূর্ব ঘোষিত কর্মসূচী মোতাবেক সোমবার আনুষ্ঠানিকভাবে রাজ্যের ৬ জন অবাম বিধায়ক বিজেপি দলে যোগ দিয়েছেন। তাদের দলে বরণ করে নেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, আসামের অর্থমন্ত্রী তথা নেডার চেয়ারম্যান ডঃ হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর এবং বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব। ৬ জন বিধায়কের সাথে সাথে এদিন বিজেপি’তে যোগ দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা দীপক মজুমদার, প্রাক্তন বিধায়কমল মল্লিক, প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য, যুব নেতা সুশান্ত চৌধুরী, অভিজিৎ দেব, প্রবীর চক্রবর্তী, দিলীপ দেব, বলাই গোস্বামী, ভিকি প্রসাদ, কর্মচারী নেতা সমর রায়, শান্তিরঞ্জন দেবনাথ, রাধেশ্যাম সাহা সহ নেতা-কর্মীদের অনুগামী এবং সমর্থকরা।