আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগষ্ট ৷৷ কাঞ্চনপুর মহকুমার মুখ্য রাস্তাঘাটগুলি সারাইয়ের দাবীতে দীর্ঘ ৬ ঘন্টা রাস্তা অবরোধ করে বিজেপি। মঙ্গলবার সকাল ৭টা থেকে কাঞ্চনপুর-পেচারথল সড়কের রবীন্দ্রনগর, কাঞ্চনপুর-জলেবাসা সড়কের লালজুরি এবং কালামাটি এলাকায় তিন ভাগে বিজেপি কর্মীরা অবরোধে বসে। বর্তমানে কাঞ্চনপুরের রাস্তাঘাটগুলি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পরে। একাধিকবার রাস্তাগুলি নিয়ে ডেপিটেশন দিয়েও কোনও সাড়া না পেয়ে বিজেপি কর্মীরা সড়কের মধ্যে ধানগাছ লাগিয়ে আবার কেউ বড়শি নিয়ে মাছ ধরে প্রতিকী প্রতিবাদ করেন। শেষ পর্যন্ত অতিরিক্ত জেলাশাসকের প্রতিশ্রুতি পেয়ে বিজেপি কর্মীরা অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেয়।