চুড়াইবাড়ী বীট অফিসে কংগ্রেস-জনতার গনডেপুটেশন

IMG-20141115-WA0002সুভ্র রায়, চুড়াইবাড়ী, ১৫ নভেম্বর ।। আট দফা বিশেষ দাবীর ভিত্তিতে শনিবার কংগ্রেস-জনতার বাম বিরোধী ঐক্য মঞ্চ চুড়াইবাড়ী ফরেস্ট বিট অফিসে গন ডেপুটেশন প্রদান করে। মূলত রাজ্যের প্রতিটা দপ্তরের সঙ্গে বন দপ্তরের চুড়াইবাড়ী বীট অফিসেও দুর্নীতির ঘুঘুর বাসা তৈরী হয়ে আছে। আর ঐ দুর্নীতির ভূত তাড়াতেই শনিবার এই গন ডেপুটেশন প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকার প্রদত্ত JFMC প্রকল্পে নিরপেক্ষতা বজায় না রেখে শাষক দলীয় তন্ত্রে পরিনত হওয়ায় বীট অফিসারের বিরুদ্ধে সরব হন ডেপুটেশনকারীরা। ডেপুটেশনের মধ্যে উল্লেখ যোগ্য অতিসত্তর JFMC-র বার্ষিক নির্বাচন করা, ঐ প্রকল্পের বার্ষিক আয় ব্যায়ের সম্পূর্ণ হিসাব পেশ করা, দলমত নির্বিশেষে সুস্থ ভাবে JFMC নির্মাণ করা এবং বীট অফিসে কর্মরত শ্রমিকদের PL-র অন্তর্ভুক্ত করা প্রভৃতি গুরুতপূর্ণ দাবী সনদের ভিত্তিতে বীট অফিস কাপিয়ে তুলেন ঐক্য মঞ্চের নেতারা। গন ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন যুব নেতা আব্দুল বাচীত চৌধুরী, ব্লক সম্পাদক রমা সেন। নেতৃত্বরা শাষকদলের বিরুদ্ধে সরব হয়ে প্রদান করা দাবী গুলোর প্রতিলিপি পাওয়ার জন্য বীট অফিসারকে তিন দিনের সময় বেঁধে দেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*