দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৪ আগষ্ট ৷৷ সৃষ্টি, স্থিতি, আদি, অন্তের অনন্ত শ্রষ্টা ভগবান শ্রী কৃষ্ণের পূন্য জন্মতিথির ‘জন্মাষ্টমী’ প্রতিবছরের মতো আগরতলা স্থিত শ্রী শ্রী জগন্নাথ জীউ মন্দির এবং শ্রী কৃষ্ণ মন্দিরে বিশেষ পূজার্চনার মধ্য দিয়ে পালন করা হয়েছে। জন্মাষ্টমীতে ধর্মপ্রাণ মানুষের ভীড়ে জগন্নাথ জীউ মন্দির এবং শ্রী কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি উদযাপন উপলক্ষ্যে বিশেষ ধর্মীয় আলোচনা, গীতা প্রবচন, সংকীর্তনের আয়োজন করা হয়। মাখন চোর নন্দ কিশোরের জন্মাষ্টমীতে জগন্নাথ জীউ মন্দিরে কৃষ্ণ নামে মাতোয়ারা ভক্তকূলের প্রার্থনা পূন্যধামের রুপ নেয় জগন্নাথ জীউ মন্দির এবং শ্রী কৃষ্ণ মন্দির।