আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট ৷৷ কবি সুকান্ত ভট্টাচার্যের ৯২তম জন্মজয়ন্তী অনুষ্ঠান পালিত হয় রাজ্যে। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং প্রেক্ষাগৃহে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা। কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে প্রস্পার্ঘ অর্পণ করে উদ্বোধকের ভাষণে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, দেশের উন্নয়নে ও নতুন ভারত গড়তে ছাত্র সমাজকে রবীন্দ্র, নজরুল ও সুকান্তকে হাতিয়ার করে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, এম বি বি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গৌতম কুমার বসু, মধ্যশিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা নির্মল অধিকারী। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী “কবি সুকান্ত” নামক একটি স্মরণিকার আবরণ উন্মোচন করেন। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মধ্যশিক্ষা অধিকারের অধিকর্তা উত্তম কুমার চাকমা।