


স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের ঐক্য সংহতি তথা রাজ্যের চিরন্তন ঐতিহ্য তুলে ধরা হয়। স্বাধীনতা দিবসে আসাম রাইফেলস ময়দানে নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশন হয়, বিভিন্ন স্কুলের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয় চিত্তাকর্ষক পিটিতে।
আসাম রাইফেলসে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। কুচকাওয়াজের অভিভাদন গ্রহন করেন মূখ্যমন্ত্রী, প্যারেডের সালামী গ্রহন করেন তিনি। প্যারেডে ১৮টি দল অংশ নেয়। সুদৃশ্য প্যারেডের তালে ছন্দায়িত হয়েছে দর্শকের হৃদয়। রাজ্য তথা কেন্দ্রীয় নিরাপত্তা বাহনীর উচ্চপদস্থ আধিকারীকরা উপস্থিত ছিলেন আসাম রাইফেলসে।