আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ আগষ্ট ৷৷ অবশেষে নদীর জলে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ৫৫ ঘন্টা তল্লাশি চালানোর পর ১৫ই আগষ্ট (মঙ্গলবার) রাতে রাণীর বাজার বৃদ্ধনগর এলাকার যুবক সুমন সরকারের মৃতদেহ স্থানীয়ে খয়েরপুর বিজয় সংঘ এলাকায় নদী থেকে উদ্ধার করে টি এস আর এবং এন ডি আর এফ বাহিনী। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, গত শনিবার বিকেলে হাওড়ার জলে মাছ ধরতে গিয়ে তলিয়ে যায় সে।