দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৫ নভেম্বর ।। CPI(M) দলের ২১ তম কেন্দ্রীয় পার্টি কংগ্রেসকে সামনে রেখে ত্রিপুরায় ইতি মধ্যেই ব্রাঞ্চ সন্মেলন প্রায় শেষ, চলছে দলের অঞ্চল ভিত্তিক সন্মেলন, তারপর মহকুমা সন্মেলন, রাজ্য সন্মেলনের পর অনুষ্ঠীত হবে কেন্দ্রীয় পার্টি কংগ্রেস। কেন্দ্রীয় পার্টি কংগ্রেস উপলক্ষেই শনিবার আগরতলার রাজনগর স্কুলে মেলারমাঠ জয়নগর CPI(M) অঞ্চল কমিটির সন্মেলন অনুষ্ঠীত হয়। এলাকার বিধায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সন্মেলনে।