আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ আগষ্ট ৷৷ ১৯শে আগষ্ট ওয়ার্ল্ড ফটোগ্রাফ্রি ডে। এই উপলক্ষ্যে ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশন তিন দিন ব্যাপী ছবি ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করেছে। ১৯, ২০ এবং ২১ আগষ্ট রবীন্দ্র শতবার্ষিকী ভবনের মিলায়তনে ছবি ও ভিডিও প্রদর্শনীতে রাজ্যের চিত্র সাংবাদিকরা তাদের প্রতিভার দৃষ্টান্ত তুলে ধরবেন। ১৯শে আগষ্ট (শনিবার) বিকেল ৫টা ৩০ মিনিটে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই প্রদর্শনী সকল দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ২০ এবং ২১ আগষ্ট সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত রাখা হবে। ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশ সকলকে প্রদর্শনীতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে।