দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৬ নভেম্বর ।। রাজ্য কংগ্রেসের আইন অমান্য আন্দোলন নিয়ে কিছু বলার আগে নিশ্চিৎভাবেই প্রয়োজন রাজ্যের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা। একটু পেছন থেকে হিসেব শুরু করতেই হচ্ছে – বিগিত বিধানসভা নির্বাচনে রাজ্যের সবকটা বিরোধীদল বর্তমান ক্ষমতাসীন বামফ্রন্টকে রীতিমতো ভাষার তীব্র আক্রমনে পোষ্টমর্টেম করে ফেলেছিল। বামফ্রন্টকে সামলাতে রাজ্য কংগ্রেস ব্যর্থ হয়েছে এই অভিযোগ এনে মা, মাটির দল রাজ্যে বিকল্প শক্তি হতে যাচ্ছে হুংকার হাওয়ায় উবে গেছে, সুপ্রীমো মমতা দেবীকে ভোটের অংক তুষ্ট করতে পারেনি ফলে তৃণমূলের বন্দীয় নেতৃত্ব ময়দান ছেড়েছেন ত্রিপুরায় রাজনীতির। লোকসভার ভোটে মোদী ম্যাজিকের পর রাজ্যে বিজেপি-র শক্তি বাড়ছে প্রমান হয়েছে পঞ্চায়েত ভোটে। রাজনীতির অঙ্গনে নতুন নতুন দলের জন্ম হলেও কংগ্রেস এক প্রকার নিঃস্পৃহ ভূমিকাতেই ছিল। রাজ্যের প্রবাহমান রাজনীতিতে কংগ্রেসের ভূমিকা নিয়ে মানুষের বক্তব্য হচ্ছে সদর্থক ভূমিকা নিতে ব্যর্থ কংগ্রেস। তবে সাম্প্রতিক সময়ে রাজ্যে নানা কদর্থ ঘটনার বিরুদ্ধে কংগ্রেস চেষ্টা করছে অপবাদ ঘোচাতে। কংগ্রেস আহুত আইন অমান্য আন্দোলনেই পরীক্ষা হবে ভবিষ্যতের।