বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ আগষ্ট ৷৷ শান্তিরবাজার মহমুমার অন্তর্গত বীরচন্দ্র মনু বাজারে পরিসমাপ্তি হয় ১৬তম রাজ্যভিত্তিক ব্রু (রিয়াং) জনজাতির ঐতিহ্যবাহী কূলদেবী সংগ্রমা পূজার। রবিবার রাত্রিবেলা কূলদেবী সংগ্রমা পূজাকে কেন্দ্র করে মেলার সূচনা হয়। দু’দিন ব্যাপী এই মেলা চলে। এই মেলায় রিয়াং জনজাতির বিভিন্ন দেব দেবীর পূজো হয় এবং রাতে অনুষ্ঠিত হয় রিয়াংদের নৃত্য অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার সূচনা করেন অনিল রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারামন্ত্রী মনিন্দ্র রিয়াং, টি টি এ এ ডি সি-র ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী পরিক্ষীত মুড়াসিং, শান্তিরবাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, মেলার সাধারণ সম্পাদক খনারাম রিয়াং, জৈন বৃত্য রিয়াং।