বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ আগষ্ট ৷৷ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রিয়াং কোলনী পাড়ার লোকজন। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত রাজাপুর এ ডি সি ভিলেজের ১নং ওয়ার্ডের রিয়াং কোলনী পাড়ার লোকজন বিশুদ্ধ পানীয় জলের জন্য বহু দিন ধরে কষ্ট ভোগ করছেন। এলাকাবাসীরা জানায়, দীর্ঘ দিন ধরে এলাকার ওয়াটার পাম্প নষ্ট হওয়ার কারনে এই দুর্ভোগ। দীর্ঘ ১ কিমি রাস্তা অতিক্রম করে পাশের গ্রাম থেকে জল আনতে হয় তাদের। এলাকার প্রধানকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসীর দাবী অতিসত্বর যেন পাম্প মেশিনটি সারানো হয়।