নিন্ম মানের কাজের ফলে চুড়াইবাড়ীতে জাতীয় সড়কের বেহাল অবস্থা

Untitled-12সুভ্র রায়, চুড়াইবাড়ী, ১৬ নভেম্বর ।। ৪৪ নং জাতীয় সড়কের চুড়াইবাড়ী এলাকার বেহাল অবস্থা। ২০১০ সালে প্রবেশদ্বারকে আধুনীকরনের রূপ দেয়া হয়, তখন সেই পরিকল্পনা মতো ত্রিপুরার জিরো পয়েন্ট থেকে প্রায় ১ কিঃমিঃ দূরত্ব পর্যন্ত জাতীয় সড়ককে চারটি লেনে পরিনত করা হয়। সরকারী মোটা অর্থ ব্যায় করে জাতীয় সড়ককে চারটি লেনে পরিনত করা হলেও বছর দুইয়ের মাথায় ঐ সড়কের বেহাল অবস্থা হয়ে দাড়িয়েছে। বিশেষ করে ইনকামিং এবং আউট গোয়িং এই দুইটি লেন বিপদ জনক হয়ে দাড়িয়েছে। জাতীয় সড়কের উপর পিচ সরে যাওয়ায় বড় বড় পাথর ছড়িয়ে আছে। তাতে যেমন ছোট যাত্রীবাহী গাড়ি গুলো সমস্যার সন্মুখিন হচ্ছে তেমনই বড় গাড়ি গুলিও প্রচন্ড দুর্ভোগ পোয়াচ্ছে। বর্ষার সময়ে আধিক ভয়ঙ্কর হয়ে পরে জাতীয় সড়কের এই দুটি লেন। তার উপর বর্তমান শুখা মরশুমের শুরুতেই বনদপ্তর কর্তৃপক্ষ জাতীয় সড়কের প্রতিটি লাইনের পাশে ছায়া যুক্ত চারাগাছ লাগিয়েছে। কিন্তু বর্তমানে চারাগাছ গুলো জলের অভাবে অর্ধমৃত হয়ে আছে। বর্ষা মর্শুমের শুরুতে যেখানে গাছ লাগানোর কথা সেখানে শুখা মরশুমের শুরুতে গাছ গুলো লাগানো হয়েছে। এভাবে সরকারী অর্থের আদ্যশ্রাদ্ধ হচ্ছে বলে এলাকার জনগনের অভিমত।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*