গোপাল সিং, খোয়াই, ২৭ আগষ্ট ৷৷ মর্মান্তিকভাবে নিজের ৯ মাসের শিশুকন্যাকে হত্যা করলো এক পাষন্ড পিতা। ঘটনা খোয়াই চাম্পাহাওড় বড়ইবাড়ি গ্রামে। সাংসারিক ঝামেলার জেরে প্রাণ দিতে হল মিসা দেববর্মা নামে ৯ মাসের নিস্পাপ এই শিশুকন্যাটির। ঘটনার বিবরণ দিয়ে চাম্পাহাওড় থানার ও সি অজয় দেববর্মা জানান, শুক্রবার সন্ধ্যায় মদমত্ত পিতা রুস্তম দেববর্মা তার স্ত্রী রেশমী দেববর্মার সাথে সাধারন বিষয় নিয়ে ঝগড়া করে স্ত্রীকে মারধর করে। এতে রাগ করে তার স্ত্রী ৯ মাসের শিশুকন্যাকে তার মার কোলে দিয়ে বাড়ি থেকে চলে যায়। স্ত্রী চলে যাওয়ার পর মদমত্ত রুস্তম দেববর্মা তার শাশুড়ির কোল থেকে শিশুকন্যাকে জোর করে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সময় বাড়ির পাশে থাকা একটি ছড়ার জলে ৯ মাসের নিস্পাপ এই শিশুকন্যাটিকে ফেলে দিয়ে পাষন্ড পিতা হত্যা করে। পুলিশ অভিযুক্ত পাষন্ড পিতাকে গ্রেপ্তার করেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।