সংবাদ প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর ।। রবিবার ভোর রাতে নন্দন নগরের একটি দোকানে আগুন লাগে। পথের এক আটো চালক ঘটনা প্রত্যক্ষ করে কয়েক জনকে ডেকে এনে আগুন নেভানোর প্রয়াস করে। জানাযায়, এটি একটি বাইক মেরামত করার দোকান। দোকানের মালিক প্রসেঞ্জিত দাস জানায় কে বা কারা ইচ্ছে করে তার দোকানে আগুন লাগিয়েছে। সকালে জিবি আউট পোষ্টের পুলিশ ঘটনাস্থলে গিয়ে সব কিছু ক্ষতিয়ে দেখেছেন। ক্ষয় ক্ষতির পরিমান আনুমানিক ১০ হাজার হবে বলে তিনি জানান।
ছবি- রাজীব সাহা।