দোষী সাব্যস্ত হল গণদূত হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সুশীল চৌধুরী, বেকসুর খালাস রাজসাক্ষী নিয়তি ঘোষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই/(NUT) : অবশেষে দোষী সাব্যস্ত হল গণদূত ত্রয়ী হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সুশীল চৌধুরী। সোমবার গণদূত হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সুশীল চৌধুরীকে দোষী সাব্যস্ত করে আদালত। আগামী ১৭ জুলাই মাষ্টার মাইন্ড সুশীল চৌধুরীর সাজা ঘোষনা করবে আদালত।
গণদূত ত্রয়ী হত্যাকাণ্ডের মাষ্টার মাইন্ড সুশীল চৌধুরীকে ভারতীয় দন্ডবিধির ১২০(বি), ১০৯, ৩৪, ৩০২, ১১১, ১১৩ এবং ২০১ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে।
অপরদিকে গণদূত ত্রয়ী হত্যাকাণ্ডের রাজসাক্ষী নিয়তি ঘোষকে বেকসুর খালাস করেন আদালত।
এখন ত্রিপুরাবাসীর একটা্ই প্রতিক্ষা, ১৭ জুলাই আদালত গণদূত হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত সুশীল চৌধুরীর কি সাজা ঘোষনা করেন।

FacebookTwitterGoogle+Share