গোপাল সিং, খোয়াই, ০৪ সেপ্টেম্বর ৷৷ ৫ বছরের নাবালিকা কন্যাকে ধর্ষণের দায়ে অভিযুক্তের ৪ বছরের জেল ও ২ হাজার টাকা জরিমানা করল অতিরিক্ত মূখ্য বিচার বিভাগীয় আদালত। অনাদায়ে আরও ৩ মাসের জেলের নির্দেশ দেন বিচারপতি পঙ্কজ কুমার দত্ত। ঘটনার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর তেলিয়ামুড়া থানাধীন জয়নগর এলাকায় সুশান্ত শীল নামে ৩৫ বছরের এক ব্যাক্তি ৫ বছরের এক নাবালিকা কন্যাকে ধর্ষণ করেন। ঘটনার পর Sec-4 of the Pocso act 2012 আইনে এবং Sec-376 IPC ধারায় অভিযুক্তে বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা হয়। যার কেইস নম্বর হল TLM-79/16। অবশেষে সোমবার এই মামলার নিস্পত্তি হয় এবং অভিযুক্তের সাজা ঘোষণা হয়। স্পেশাল পিপি ছিলেন শৈলেন্দ্র কুমার পাল।