বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৪ সেপ্টেম্বর ৷৷ জোলাইবাড়ী ব্লক ও মহকুমা শাসকের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় এক প্রশাসনিক শিবির। শান্তির বাজার মহকুমার কালমা স্কুলে এই শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে লোকজনের উপস্থিতি ছিল লক্ষনিয়। সকল অংশের লোকজন নিজেদের প্রয়োজনীর কাগজপত্র করার উদ্দ্যেশ্যে এই শিবিরে অংশগ্রহন করেন। এই শিবিরের মধ্যে রাখা হয়েছে আধার কার্ড, মেরেজ সার্টিফিকেট, পি আর টি সি, এস টি সার্টিফিকেট, ও বি সি সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এবং স্বাস্থ্য শিবির। এর আর ডি ডি, বিদ্যুৎ ও মসৎ দপ্তর, সি ডি পি ও এই সকল দপ্তরকে ও সঙ্গে রাখা হয়েছে। বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের লোকজন দের নিয়ে এক বৈঠকের ও আয়োজন করা হয়। এই বৈঠকে কোন কোন দপ্তরের লোকজনদের সুবিধার্থে কি কি স্কিম আছে তা সকলের সামনে উপস্থাপন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিন জোলার জেলা শাসক সি কে জমাতিয়া, শান্তির বাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি, জোলাই ব্লকের বি ডি ও সুভাস দত্ত, বিধায়ক যশবীর ত্রিপুরা এবং ডি সি এম রুদ্র দ্বীপ নাথ। এই অনুষ্ঠানে বক্তারা প্রসাশনিক শিবিরের গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন।