নতুন ভারত গড়ার স্বপ্ন সত্যি হচ্ছে, সিডনিতে প্রবাসী ভারতীয়দের জানালেন মোদী

10349870_878571548843234_6630454202904322251_nসিডনি, ১৭ নভেম্বর, (জি নিউজ) ।। পিছিয়ে থাকার কোন কারণ নেই। আমরা ঠিক করে ফেলেছি। এগিয়ে আমরা যাবই। সিডনিতে প্রবাসী ভারতীয়দের সম্মলনে দৃঢ়ভাবে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নতুন ভারত গড়ার স্বপ্ন সত্যি হচ্ছে। ছমাসেই সেই ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী ভারতীয়দের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রায় ১৬ হাজার প্রবাসী ভারতীয় বিপুল অভ্যর্থনায় তাঁকে স্বাগত জানান।
মোদী বলেন, দুদেশেরই গণতন্ত্রের ইতিহাস মজবুত। প্রবাসী ভারতীয়দেরও দেশে সমান অধিকার রয়েছে বলেও এদিন মোদী ঘোষণা করেন। দেশের সমৃদ্ধির বৃত্তান্ত শোনাতে গিয়ে প্রধানমন্ত্রী জনধন যোজনার প্রসঙ্গ টানেন । তিনি বলেন, গত দশ সপ্তাহে এই যোজনায় সাত কোটিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে।
ব্রিসবেনের পর মোদী ম্যাজিকের অপেক্ষায় ছিল সিডনি। আজ সিডনিতে প্রবাসী ভারতীয়দের জমায়েতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ট্রেলিয়ার বৃহত্তম ইন্ডোর স্টেডিয়াম অলফোনস এরিনায় মোদীকে স্বাগত জানানো হয়। অনুমান, গোটা দেশ থেকে প্রায় ২১ হাজার প্রবাসী ভারতীয় হাজির হয়েছেন মোদীকে দেখতে।
সিডনিতে বসবাসকারী ভারতীয়রা চান, ম্যাডিসন স্কোয়্যারকেও ছাপিয়ে যাক ভিড়। নরেন্দ্র মোদীর সিডনি সফরকে ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজীব গান্ধীর পর দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীই সিডনি সফরে গেলেন।
নরেন্দ্র মোদীর সফরের আঁচ এসে পড়েছে সিডনির বন্ডাই বিচেও। ফি বছর বহু মানুষ বেড়াতে আসেন এখানে। বাসিন্দাদের আশা, অন্যান্য কাজের ফাঁকে এই বিচেও একবার ঘুরে যান প্রধানমন্ত্রী।
সিডনিতে বেড়াতে গিয়েছেন, আর বন্ডাই বিচে না গেলে চলে? তাহলে তো ঘোরার সিংহভাগই বৃথা তাই না। পৃথীবির বিভিন্ন দেশ থেকে এখানে ভিড় করেন পর্যটকেরা। দেখা মিলল তেমনই কয়েকজনের। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই বিচের বাড়তি আকর্ষণ, এর পরিচ্ছন্নতা।
বন্ডাই বিচের পরিচ্ছন্নতার মত ভারতের বিভিন্ন বিচগুলি পরিস্কার রাখার জন্য একই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার প্রবাসী ভারতীয়রা। যা অনেকটাই সাহায্য করবে নরেন্দ্র মোদীর স্বচ্ছ্ব ভারত অভিযানে ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*