নবীন বরণ এবং শিক্ষক দিবস পালিত টি টি এ এ ডি সি পলিটেকনিকে

piআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ সেপ্টেম্বর ৷৷ উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে টি টি এ এ ডি সি পলিটেকনিক ইনস্টিটিউশনে পালিত হল নবীন বরণ এবং শিক্ষক দিবস অনুষ্ঠান। বৃহস্পতিবার এ ডি সি-র সদর কার্যালয় খুমলুংস্থিত টি টি এ এ ডি সি পলিটেকনিক ইনস্টিটিউশনের নবাগত ছাত্রদের বরণ করা হয়। তার সাথে শিক্ষক দিবসের অঙ্গ হিসাবে ইনস্টিটিউশনের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কেক কেটে শিক্ষক দিবস পালন করা হয়। টি টি এ এ ডি সি পলিটেকনিক ইনস্টিটিউশনের ছাত্রছত্রীদের উদ্যোগে খুমলুংস্থিত নুয়াই প্রেক্ষাগৃহে আয়োজিত এই নবীন বরণ এবং শিক্ষক দিবস অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি টি এ এ ডি সি-র মূখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা ডঃ বিপ্রদাস পালিত, ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তমজয় দেব, বিভিন্ন ব্রাঞ্চের শিক্ষক-শিক্ষিকা সহ প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*