আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ সেপ্টেম্বর ৷৷ আগামী ১২ই সেপ্টেম্বর রাজ্যের ২২টি ডিগ্রী কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন। শাসকদলীয় ছাত্র সংগঠন এস এফ আই এবং বিরোধী ছাত্র সংগঠন এ বি ভি পি ছাত্র সংসদ নির্বাচনে নিজেদের জায়গা দখন নিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। ১২ই সেপ্টেম্বর ছাত্র সংসদ নির্বাচন হলেও রাজ্যের কিছু কিছু ডিগ্রী কলেজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকদলীয় ছাত্র সংগঠন এস এফ আই এবং টি এস ইউ জয় লাভ করেছে। শাসকদলীয় ছাত্র সংগঠনের তরফে জানা গেছে, মোট ৫২৮ আসনে এস এফ আই এবং টি এস ইউ প্রার্থীরা জয় লাভ করেন। বিলোনীয়া এবং খোয়াই কলেজেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকদলীয় ছাত্র সংগঠন জয় লাভ করেন।