বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ সেপ্টেম্বর ৷৷ শান্তির বাজার মহকুমার অন্তর্গত সালথাং মনু পঞ্চায়েতের অধিন রিয়াং পাড়া ও জমাতিয়া পাড়ার লোকজনের যাতায়াতের রাস্তার খুবই বেহাল অবস্থা। এই দুই গ্রামের লোকজনের যাতায়তের জন্য একটি রাস্তা, বিকল্প কোনো রাস্তানেই। এই দুইটি গ্রামে ৫৭ পরিবারের লোকজন বসবাস করে। এই পাড়ায় একটি বিদ্যালয়ও আছে যার মাম চন্দ্রনাথ পাড়া হাই স্কুল। স্কুলের ছাত্র ছাত্রীদেরও যাতায়তে বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে। রুগি নিয়ে হাসপাতালে যেতেও গ্রামের লোকজনদের অসুবিধা হচ্ছে। গ্রামের প্রধান মেম্বারকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। গ্রামের লোকজনদের একটাই দাবি প্রসাশন যেন তাদের যাতায়তের জন্য রাস্তা মেরামত করেদেন।