আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ সেপ্টেম্বর ৷৷ ত্রিপুরায় খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স বরাবরই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে দাবা’র মত জনপ্রিয় খেলায় রাজ্যের গর্ব ‘ফিডে মাস্টার’ ও ‘ফিডে ইন্সট্রাক্টার’ প্রসেনজিৎ দত্তের সঙ্গে এই সংস্থার নিবিড় সম্পর্ক রয়েছে। দুর্গাপূজার প্রাক্কালে এরাজ্যের দাবাড়ুদের প্রশিক্ষণ দিতে রাজ্যে আসছেন প্রসেনজিৎ। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত লায়ন্স ক্লাবে হবে এই প্রশিক্ষণ শিবির। এই বিশেষ প্রশিক্ষনে অংশ নিতে ইচ্ছুক রাজ্যের নবীন ও সিনিয়র দাবাড়ুদের অবিলম্বে এন্ট্রি জমা করতে অনুরোধ জানিয়েছে সংস্থার পক্ষ থেকে। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে আলোচনা করেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-র কর্ণধার রূপক সাহা, ত্রিপুরা রাজ্য দাবা সংস্থার সম্পাদক প্রদীপ কুমার চৌধুরী, ত্রিপুরা দাবা এসোসিয়েশনের পেট্রন মানস দেববর্মা, লায়ন্স ক্লাবের সেক্রেটারী অভিজিৎ দেব, প্রসেনজিৎ দত্তের বাবা প্রমোদ রঞ্জন দত্ত সহ বিশিষ্ট দাবা প্রশিক্ষকরা।