আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ সেপ্টেম্বর ৷৷ রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার শনিবার আখাউড়া চেকপোষ্ট, আখাউড়া সীমান্তে কালাপানীয়া খাল, কাটাখাল এবং রঞ্জিতনগর এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে মূখ্যমন্ত্রীর সাথে মূখ্যসচিব সঞ্জীব রঞ্জন, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ মিলিন্দ রামটেকে, মহকুমা শাসক সমিত রায় চৌধুরী, পূর্ত দপ্তরের মূখ্যবাস্তুকার এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। মূখ্যমন্ত্রী প্রথমে আখাউড়া চেকপোষ্ট পরিদর্শন করেন। সেখানে বি এস এফ-র পক্ষ থেকে মূখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখানে বি এস এফ-র উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে মূখ্যমন্ত্রী আখাউড়া সীমান্তে কালাপানীয়া খালের শেষ প্রান্তটি পরিদর্শন করেন। মূখ্যমন্ত্রী সেখানে এলাকাবাসীদের সাথে মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এরপর মূখ্যমন্ত্রী রঞ্জিতনগর স্যুইচ গেইট পরিদর্শন করেন।