রাজ্য কংগ্রেসের আইন অমান্য রনক্ষেত্রে পরিনত, ২০শে নভেম্বর বন্ধের আহ্বান

Untitled-3দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৭ নভেম্বর ।। সোমবার রাজ্য কংগ্রেস আহুত আইন অমান্যের দিকে নিরবে দৃষ্টি রেখেছিল ক্ষমতাসীন দল। রাজ্যে সাম্প্রতিক সময়ে নারী নির্যাতন, আর্থিক কেলেঙ্কারী সহ বিভিন্ন ঘোটালার বিরুদ্ধে CBI তদন্তের দাবীতে বিগত বেশ কিছুদিন যাবত রাজ্য কংগ্রেস বিভিন্ন পর্যায়ে আন্দোলন সংঘটিত করেছে, অবশেষে আইন অমান্য আন্দোলনে সামিল হয়। রাজ্যের রাজনীতিতে কংগ্রেসের অবস্থান নিয়ে ইদানিং কলে মানুষের বক্তব্য ছিল কংগ্রেস জেগে ঘুমুচ্ছে। মুখ্যমন্ত্রী মানিক সরকারের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস। Untitled-1 আইন অমান্য আন্দোলনে IGM চৌমুহনীতে বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা সত্ত্বেও সামাল দেয়া যায়নি পরিস্থিতি। আরক্ষাবাহিনীর লাঠি চার্জে বেশ কয়েকজন কংগ্রেস কর্মী সহ বিরোধীদলনেতা সুদিপ রায় বর্মণ আহত হয়েছেন। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক জনের অবস্থা সঙ্কটজনক। আইন অমান্য আন্দোলন সংঘটিত করার স্থানে রাজ্য কংগ্রেসের সভাপতি দিবাচন্দ্র রাঙ্খল বিরোধীদলনেতা সুদিপ রায় বর্মণ সহ অন্যান্য নেতৃবৃন্দ আরক্ষাবাহিনীর তীব্র সমালোচনা করেছেন, পাশাপাশি প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। Untitled-8 রাজ্যের পরিস্থিতিতে কংগ্রেস নেতৃবৃন্দ ভয়াবহ আখ্যা দিয়ে আগামী ২০শে নভেম্বর ১২ ঘন্টার ত্রিপুরা বন্ধে রাজ্যবাসীর সহযোগিতার আহ্বান জানিয়েছেন। বিরোধীদলনেতা লাগাতর কর্মসূচীর ঘোষনা দিয়েছেন। কোনো কোনো মহল থেকে অভিযোগ করা হয়েছে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করার পরেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠে।
ছবি- রাজীব সাহা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*