সংবাদ প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর ।। সোমবার আনুমানিক বিকেল ৪টায় দুই BSF জওয়ান সহ এক বর্ডার ফেন্সিং কর্মীর গুলিবিদ্ধরা হয়। ঘটনাস্থলেই প্রানহারায় এক ফেন্সিং কর্মী (হেমারি রাঙ্খল) সহ এক BSF জওয়ান (আদিল আব্বাস), অপর এক BSF জওয়ান (যতীন্দ্র চাকমা) বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা কাঞ্চন পুরের বাংবুং থানাধিন কাংথালং এবং পুস্পরাম পাড়ার মাঝামাঝি বর্ডার এলাকায়। খবর পেয়ে 98BN BSF তাদের হাসপাতালে নিয়ে আসে। BSF সূত্রে খবর, বাংলাদেশ থেকে ATTF জঙ্গি এই গুলি চালায়। প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার নিহতদের পোষ্টমর্টেম করে তাদের নিজ বাড়িতে পাঠাবার ব্যবস্থা করবেন। নিহত ফেন্সিং কর্মী হেমারি রাঙ্খলের বাড়ি আসাম এবং BSF জওয়ান আদিল আব্বাস-এর বাড়ি উত্তর প্রদেশ। বর্ডার অল অর্গানাইজেশন-র অভিযোগ BSF ঠিক ভাবে পেট্রোলিং করছে না, তাই এরকম ঘটনা ঘটে চলছে। BSF ফেন্সিং কর্মীদের কোনো সিকিউরিটি দিতে পারছে না। তারা আরও জানায়, মঙ্গলবার থেকে তারা ফেন্সিং-র কাজ পুরপুরি বন্ধ রাখবে।
ছবি- রাজীব সাহা।