বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৩ অক্টোবর ৷৷ প্রিয়ঙ্কা রিয়াং এর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রিয়াং জনজাতির লোকজন। শান্তির বাজার মহকুমার অন্তর্গত বিরচন্দ্র মনু দক্ষিন তাকমা এলাকার বসবাসকারী গৌতমচন্দ্র রিয়াং এর কন্যা প্রিয়ঙ্কা রিয়াং গত সপ্তমি পূজোর দিন রাতে উদয়পুরের বাসিন্দা আকাশ দোবনাথ এর সঙ্গে বের হয়। সেইদিন রাতে বাইক দুর্ঘটনায় প্রিয়ঙ্কা প্রান হারায়। এই ঘটনাকে স্বাভাবিক নজরে দেখছেনা কেউ। সকলের অনুমান প্রিয়ঙ্কাকে ধর্ষন করে মেরে ফেলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির রাজ্য সহ-সভাপতি সুবল ভৌমিক প্রিয়ঙ্কার বাড়ীতে গিয়ে দেখা করে আসেন। পাশাপাশি প্রকৃত ঘটনার তদন্তের জন্য মনপাথর ফাঁড়ী থানায় কথা বলে আসেন। মঙ্গলবার একই ঘটনার পরিপ্রেক্ষিতে রিয়াং জনজাতির রিয়াং জনজাতির লোকজন একত্রিত হয়ে মনপাথর বাজারে বিক্ষোভ মিছিল ও ধিক্কার মিছিল সংগঠিতকরে। মনপাথর নতুন বাজার থেকে শুরু করে জোনাল অফিসের সামনে দিয়ে অতিক্রান্ত হয়ে মনপাথর ইউনাইটেড ব্যাঙ্কের সামনে এসে মিছিল এর সমাপ্তি হয়। মিছিল শেষে ব্যাঙ্কের সামনে এক পথসভার আয়োজন করা হয়। প্রিয়ঙ্কার এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রিয়াং সম্প্রদায়ের পুরুষ-মহিলা এই মিছিলে পা মিলেয়ে প্রতিবাদ করেন। এই সমগ্র অনুষ্ঠানের পরিচালনা করেন ব্রু সংগ্রমার পক্ষ থেকে ক্ষনারাম রিয়াং, রানাকিশোর রিয়াং, জৈনবৃত্য রিয়াং, জমাতিয়া হদা এর সভাপতি সাধন জমাতিয়া।