১৩ অক্টোবর দেশজুড়ে ২৪ ঘণ্টা পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক

ptজাতীয় ডেস্ক ৷৷ জিএসটি-তে পেট্রোপণ্যকে যুক্ত করা সহ বিভিন্ন দাবিতে ১৩ অক্টোবর দেশজুড়ে ২৪ ঘণ্টা পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড পেট্রোলিয়াম ফ্রন্ট (ইউপিএফ)। ফলে বন্ধ থাকবে প্রায় ৫৪,০০০ পেট্রোল পাম্প। দাবি পূরণ না হলে ২৭ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রোপণ্য কেনা-বেচা বন্ধের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ইউপিএফ দীর্ঘদিন ধরেই আর্থিক সহ বিভিন্ন দাবি জানিয়ে আসছে। তবে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি সেই দাবি মানছে না বলে অভিযোগ। সেই কারণেই এবার ধর্মঘটের পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্র পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উদয় লোঢ। তিনি বলেছেন, গত বছরের ৪ নভেম্বর রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির সঙ্গে ইউপিএফ-এর চুক্তিতে উল্লেখ করা যে বিষয়গুলি এখনও কার্যকর হয়নি, সেগুলির বাস্তবায়নের দাবি জানিয়েছেন তাঁরা। এছাড়া মার্কেটিং ডিসিপ্লিন গাইডলাইনের আওতায় অন্যায্য জরিমানা বাতিল করারও দাবি জানানো হয়েছে। রোজ পেট্রোপণ্যের দাম বদলানোর ফলে ক্রেতাদের মতোই পেট্রোলিয়াম ডিলারদেরও ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এ বিষয়ে সরকারকে উদ্যোগ নিতে হবে। পেট্রোপণ্যকে জিএসটি-র আওতায় আনতে হবে। এই দাবি আদায়ের প্রথম ধাপ হিসেবে ১৩ অক্টোবর ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এরপরেও দাবি পূরণ না হলে ২৭ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*