একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শুরু করার আগে সব রাজনৈতিক দলকে একমঞ্চে আনা প্রয়োজন, জানাল নির্বাচন কমিশন

eleজাতীয় ডেস্ক ৷৷ একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের স্বপক্ষে সওয়াল করতে গিয়ে নির্বাচন কমিশন জানাল, এই প্রক্রিয়া শুরু করার আগে সব রাজনৈতিক দলকে সহমতে নিতে হবে। এদিন নির্বাচন কমিশনার ও পি রাওয়াত বলেন, একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন প্রক্রিয়া শুরু হলে পরবর্তীকালে যেই সরকার গঠন করুক না কেন, নীতি নির্ধারণ করা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প রূপায়িত করার জন্য নিরবিচ্ছিন্নভাবে অনেকটা সময় পাবে তারা। কারণ, মাঝে কোনও মডেল কোড অফ কন্ডাক্ট হওয়ার প্রশ্ন নেই। তিনি জানিয়ে রাখেন, একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন চালু করার জন্য সংবিধান ও নির্বাচন আইনে পরিবর্তন করা হবে। তিনি যোগ করেন, সংবিধান ও আইনের বর্তমান সংস্থান অনুযায়ী, বিধানসভা বা লোকসভার মেয়াদের শেষ ৬ মাসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। রাওয়াত মনে করেন, সমকালীন লোকসভা ও বিধানসভা নির্বাচন শুরু করার আগে সবকটি রাজনৈতিক দলকে একমঞ্চে আনাটা প্রয়োজন। রাওয়াত জানান, ২০১৫ সালে সমকালীন নির্বাচনের ইস্যুতে কমিশনের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। কমিশন সেখানে জানায়, এই সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার। রাওয়াত জানান, একবার আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হলে, এরপর ব্যবস্থাপনার বিষয়টি খতিয়ে দেখতে হবে। অর্থাৎ, দেশজুড়ে একসঙ্গে দু ধরনের নির্বাচন করার জন্য অন্তত ২৪ লক্ষ ইভিএম ও সমপরিমাণ ভিভিপ্যাট মেশিনের প্রয়োজন। এর জন্য সময় দরকার। রাওয়াতের এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, সম্প্রতি, সমকালীন লোকসভা ও বিধানসভা নির্বাচনের হয়ে ওজোর সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রক্রিয়াকে সমর্থন করেছে নীতি আয়োগও। তারা জানিয়েছে, জাতীয় স্বার্থের বিষয়টি মাথায় রেখেই ২০২৪ সাল থেকে একসঙ্গে দুধরনের নির্বাচন করা উচিত।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*