উজ্বলা জোজনার কর্মশালা অনুষ্ঠিত শান্তির বাজার কমিউনিটি হলে

bjpবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ অক্টোবর ৷৷ শান্তির বাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় উজ্বলা জোজনার এক কর্মশালা। শান্তির বাজার বিজেপির উদ্দ্যোগে দক্ষিন ত্রিপুরার বিজেপির বিভীন্ন স্তরে দায়িত্ব প্রাপ্ত কর্মীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের এই উজ্বলা জোজনা প্রকল্পকে রাজ্য সরকার তাদের নাম দিয়ে চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। তারই পরিপেক্ষিতে গ্রামে গ্রামে গিয়ে বি পি এল অন্তর্ভুক্ত লোকজনদের বুঝানোর জন্য এই কর্মশালার আয়োজ করা হয়েছে। এই কর্মশালায় প্রশিক্ষন দেবার জন্য এসেছেন উজ্বলা জোজনার দক্ষিন জেলার দায়িত্ব প্রাপ্ত কর্মী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা রাজ্যে উজ্বলা জোজনার জন্য তিন জনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান বিজেপির দক্ষিন জেলার সভাপতি বিভিষন দাস। এই তিন জন হলো সুশান্ত চৌধুরী, তাপস মজুমদার, রূপক অধিকারী। এর মধ্যে সুশান্ত চৌধুরীকে দক্ষিন ত্রিপুরার দায়িত্বে দেওয়া হয়েছে। তিনি এও জানান পৃষ্টা প্রমুখের মাধ্যমে উজ্বলা জোজনার প্রকল্পের কথা সকল ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। সমগ্র অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে আগত প্রতিনিধিদের নিয়ে শান্তির বাজারে এক মিছিলের আয়োজন করাহয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশান্ত চৌধুরী, বিজেপির দক্ষিন জেলার সভাপতি বিভিষন দাস, বিজেপির দক্ষিন জেলার সহ-সভাপতি শ্যামলাল দেবনাথ ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*